Hindustan Times
Bangla

তিরিশ পেরোতেই বয়সের ছাপ মুখে? ৩ টি উপায় জানলেই চিন্তা নেই আর

তিরিশ পেরোলেই মুখে  ধীরে ধীরে বয়সের ছাপ পড়তে শুরু করে। 

তাই এই সময় ত্বকের বেশি যত্ন জরুরি। 

চলুন জেনে নিই কী কী করলে এই ছাপ এড়ানো যায়।

ময়শ্চারাইজার এই সময় নিয়মিত লাগান। এটি ত্বক শুষ্ক হতে দেয় না।

এটি ত্বকের নিচে হাইঅ্যালুরোনিক অ্যাসিডের জোগান ঠিক রাখে।

বাইরে বেরোনোর সময় সানস্ক্রিন লাগান।

 এতে ত্বক রোদে ক্ষতিগ্রস্ত হবে না। পাশাপাশি শুষ্কও হয়ে যাবে না।

রোজ ঘুমের আগে ত্বক পরিস্কার করুন। এতে বলিরেখার সমস্যা মেটে।