ত্বক হবে উজ্জ্বল, বাড়বে জেল্লা, পেয়ারা দিয়ে এভাবে ফেসপ্যাক বানিয়ে মুখে মাখুন
পেয়ারা পেকে গেলে অনেকেই ফেলে দেন। তবে জানেন কি এই পেয়ারা ফেলে না দিয়ে রূপচর্চার কাজে লাগাতে পারেন।
পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। আর এই উপাদান ত্বকের জন্য খুবই ভালো। এই পাকা পেয়ারা ডাস্টবিনে না ফেলে প্যাক বানিয়ে মুখে মাখুন।
পাকা পেয়ারা প্রথমে ছোট ছোট করে কেটে নিতে হবে। যদি পাকা পেঁপে থাকে তাও কুরে নিন।
ব্লেন্ডারের মধ্যে এই পেয়ারা, পেঁপে, কাঁচা দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই প্যাকের মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। মুখ ভালো করে আগে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন।
মুখ শুকনো করে মুছে এবার পেয়ারার প্যাক মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। ২০ মিনিট রেখে শুকিয়ে নিন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
সব শেষে হালকা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। পেয়ারার বীজের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা স্ক্রাবার হিসেবে কাজ করে।