Hindustan Times
Bangla

হাত দিলেই গরম স্মার্টফোন! কোন উপায়ে কুলডাউন?

কখনও কখনও ফোনটি কুলারের সামনে রাখলে এর তাপমাত্রাও কমে যায়।

যদি ফোনটি খুব বেশি গরম হয় তাহলে আপনার ফোনের কভার খুলে ফেলা উচিত।

ফোনে যখন ব্লুটুথ ব্যবহার করার প্রয়োজন নেই, তা বন্ধ করে দিন।

আপনি একটি ব্যাগে একাধিক ডিভাইস একসঙ্গে রাখবেন না, তাহলে আপনার ফোন গরম হতে পারে। 

উচ্চ গ্রাফিক্সযুক্ত গেম বা অ্যাপ ব্যবহার নয়, এতে প্রসেসরের উপর চাপ পড়ে ফোন গরম হতে পারে। 

স্মার্টফোনটিকে সরাসরি সূর্যালোক বা অন্যান্য গরম স্থানে রাখবেন না।

ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলি বন্ধ করে রাখতে হবে। 

caco88