By Simli Lahiri Dasgupta
Published 11 Nov, 2024
Hindustan Times
Bangla
কাকের অসাধারণ বুদ্ধিমত্তার যে লক্ষণগুলি না জানলেই নয়
কাক একটি অসম্ভব চতুর পাখি এবং এর বুদ্ধিমত্তা অবাক করার মতো
কাক ডালপালা, পাতা এমনকী নিজের পালক দিয়ে দূরে থাকা পোকামাকড়কে নিজের নাগালে আনার অসাধারণ ক্ষমতা রাখে
কাক জটিল ধাঁধার সমাধান করতে পারে।
কাক মানুষের মুখ চিনে রাখতে পারে। কে তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে কিংবা খারাপ ব্যবহার করেছে, তা তাদের পক্ষে মনে রাখা সম্ভব
ভবিষ্যতের জন্য খাদ্য জমিয়ে রাখতে পারে তারা
অন্য প্রাণীদের থেকে লুকিয়ে রাখার জন্য নিরাপদ স্থান বেছে নেওয়ার ক্ষেত্রে এরা পারদর্শী
কাক একে অপরের কাছ থেকে শেখে। একটি কাক নতুন কিছু করলে অন্যরা তার দেখে সেটি শিখে নেওয়ার ক্ষমতা রাখে
কাকেদের নিজেদের মধ্যে যোগাযোগের উপায় রয়েছে। বিভিন্ন শব্দ ও শারীরিক ভাষা ব্যবহার করে এর নিজেদের মধ্যে তথ্য ভাগ করতে পারে
আরও পড়ুন