Hindustan Times
Bangla

টাকা আসছে, কিন্তু খরচ হয়ে যাচ্ছে? অবিলম্বে বাস্তুতে আনুন এই ৪ বদল

অনেক সময় পরিশ্রম করে টাকা রোজগারের পরেও তা থাকে না। অনেকেরই অভিযোগ, যতই আয় করা হোক না কেন, মাস শেষ টান পড়ে হাতে।

বাস্তুর সামান্য বদলেই রয়েছে এর সমাধান। এমনকী, এই টোটকাগুলি মেনে চললে উপার্জনের নতুন পথও খুলতে পারে আপনার সামনে।

চলুন জেনে নেওয়া যাক আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু কার্যকরী সমাধান। 

তুলসী গাছের মূল গঙ্গাজল দিয়ে ধুয়ে লাল কাপড় দিয়ে বেঁধে নিরাপদে রাখুন।

শুক্রবার দেবী লক্ষ্মীকে নারকেল, সাদা পদ্ম ফুল, সাদা মিষ্টি এবং সাদা বস্ত্র নিবেদন করুন। তারপর সেই নারকেল লাল কাপড় দিয়ে বেঁধে রেখে দিন লকারে। 

ঘরের উত্তর-পূর্ব কোণ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। উত্তর-পূর্ব কোণে কখনোই ভাঙা জিনিস রাখবেন না।

বাড়ির উত্তর-পূর্ব দিকের একটি কোণে নুন রাখুন বাটিতে করে। বিশ্বাস করা হয় যে, এতে বাড়িতে আয়ের নতুন রাস্তা খুলে যায়।