By Laxmishree Banerjee
Published 1 Jul, 2024
Hindustan Times
Bangla
কীভাবে এত গ্লো করেন সোনাক্ষী? ঘরে তৈরি এই স্ক্রাব ব্যবহার করেন নায়িকা
সোনাক্ষী সিনহা, শীঘ্রই দীর্ঘদিনের সঙ্গী জহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন।
ফ্যানেদের চোখ এখন স্থির সোনাক্ষীর বিয়ের লুকে। কিন্তু জানেন কি, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সোনাক্ষী কী করেন?
ত্বকের যত্নের জন্য, সোনাক্ষী বেশিরভাগই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন।
বাদাম, ওটমিল ও দুধ দিয়ে তৈরি হয় সোনাক্ষীর স্ক্রাব। মাঝে মাঝে এতে দই ও মধু যোগ করা হয়।
প্রথমে সারারাত জলে ভিজিয়ে রাখা বাদাম পিষে পেস্ট তৈরি করা হয়। এরপর এতে ওটমিল পাউডার ও দুধ ঢালা হয়।
এইভাবেই তৈরি হয় ঘরোয়া স্ক্রাব। তারপর এটি মুখে লাগিয়ে ম্যাসাজ করতে হয় এবং কিছুক্ষণ পর জল দিয়ে পরিষ্কার করে নিতে হয়।
বিঃদ্রঃ: সোনাক্ষীও বিশ্বাস করেন যে প্রত্যেকের ত্বকের ধরন আলাদা, তাই এটি মুখে লাগানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন