By
Published 25 Mar, 2025
Hindustan Times
Bangla
২৫ মার্চ ৬০ বছরে পা দিলেন অনিল কাপুরের স্ত্রী, সোনম-রিয়া-হর্ষবর্ধন কাপুরদের মা সুনীতা।
মা সুনীতা কাপুরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর বেশকিছু অদেখা ছবি পোস্ট করেছেন সোনম।
মেয়ের বিয়ে উপলক্ষ্যে বাবা অনিল ও মা সুনীতার নাচের অদেখা মুহূর্ত পোস্ট করেছেন সোনম কাপুর।
মায়ের কোলে ছোট্ট সোনম, ছোটবেলার অমূল্য মুহূর্ত পোস্ট করেছেন অনিল কন্যা।
নাতি বায়ুর সঙ্গে খেলায় ব্যস্ত দিদা সুনীতা কাপুর।
গাড়ি সাজাচ্ছেন ছোট্ট বায়ু, নাতিকে সাহায্য করছেন দিদা সুনীতা।
হোলির দিল নাতির সঙ্গে আবির নিয়ে ব্যস্ত সুনীতা।
সোনমের ঠাকুমার সামনে নাতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে সুনীতা।
তিন সন্তান, ছোট্ট সোনম-রিয়া-হর্ষবর্ধনকে কোলে নিয়ে মা সুনীতা কাপুর।
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…।
caco88