By Simli Lahiri Dasgupta
Published 30 Nov, 2024
Hindustan Times
Bangla
কয়েকটি অনবদ্য স্যুপ, যা শীতের মরশুমে আদর্শ
শীতকালে পুরো পরিবারের জন্য স্যুপ একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার। কারণ এটি সবজিতে পরিপূর্ণ থাকে
ব্রোকলি ও পনীর স্যুপ: এই ক্রিমি স্যুপটি টোস্ট বা রুটির সঙ্গে খুব ভালো লাগে। এটি প্রেসার কুকারে বানানো যায়।
মিটবল ও নুডল স্যুপ: এটি একটি ভিয়েতনামী পদ, যা খুবই উপাদেয় ও স্বাস্থ্যকর
ক্রিমি ফুলকপির স্যুপ: ফুলকপির ডাঁটা ও পাতা দিয়ে তৈরি করে নিতে পারেন এই ক্রিমি স্যুপটি
টমেটো স্যুপ: নিরামিষ এই স্যুপে ক্যালোরি খুবই কম থাকে তাই এটি খুব স্বাস্থ্যকর
সবজি ও মুসুর ডালের স্যুপ: পছন্দের সবজি আর মুসুর ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন এই পদ। রুটি দিয়ে এটি খেতে খুব সুস্বাদু লাগে
আরও পড়ুন