Hindustan Times
Bangla

দাদার কীর্তি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ৫টি রেকর্ড এখনও ভাঙতে পারেননি কেউ

সোমবার ৫২ বছরে পা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনে চোখ রাখুন দাদার সেরা ৫টি রেকর্ডে, যা এখনও অক্ষত রয়েছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ই একমাত্র ক্রিকেটার, যিনি টানা ৪ বছর (১৯৯৭-২০০০) ওয়ান ডে ক্রিকেটে ১৩০০-র বেশি রান করেছেন।

ওয়ান ডে ক্রিকেটে পার্টনারশিপে সব থেকে বেশি ৮২২৭ রান রয়েছে সচিন-সৌরভের।

সৌরভই একমাত্র ভারতীয়, যিনি আইসিসি ইভেন্টের ফাইনালে শতরান করেছেন। তিনি ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১১৭ রান করেন।

ক্যাপ্টেন হিসেবে আইসিসি টুর্নামেন্টে সব থেকে বেশি ৬টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে সৌরভের দখলে।

ওয়ান ডে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ১৮৩ রানের ব্যক্তিগত ইনিংস খেলেছেন সৌরভ।

উল্লেখ্য, খেলা ছাড়ার পরে বিসিসিআই সভাপতির দায়িত্ব সামলেছেন সৌরভ।