Hindustan Times
Bangla

 গরমে এইভাবে ত্বকের যত্ন নিন।

 তাপের সবচেয়ে বেশি প্রভাব পড়ে ত্বকে।

 কড়া রোদ ও ঘামের কারণে মুখে ট্যান ও রোদে পোড়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

 তাহলে কীভাবে আপনি আপনার ত্বককে রোদ এবং ট্যানিক থেকে রক্ষা করতে পারেন?

রাতে ঘুমানোর আগে মুলতানি মাটির পেস্ট মুখে লাগান। এতে আপনার মুখের উজ্জ্বলতা বজায় থাকবে।

 বাইরে থেকে আসার পর ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। যাতে ময়লা বেরিয়ে আসে।

 গরমে রোদের হাত থেকে মুখ রক্ষা করতে চাইলে সন্ধ্যায় বাইরে থেকে আসার পর গোলাপজল দিয়ে মুখ পরিষ্কার করুন।

 যখনই বাইরে যাবেন, প্রথমে সানস্ক্রিন লাগান। আপনি যদি বাড়িতে থাকেন, তাহলে অবশ্যই গরমকালে সানস্ক্রিন লাগান।