Hindustan Times
Bangla

সময়ের বিরুদ্ধে লড়াই সুনিতার, মহাকাশে বসে দিচ্ছেন অগ্নিপরীক্ষা।

জুন মাসে, আট দিনের মিশনে বোয়িং স্টারলাইনারে চড়ে মহাকাশে পাড়ি দেন সুনিতা উইলিয়ামস।

বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক গোলোযোগের কারণে পৃথিবীতে এখনও ফিরতে পারেননি বংশোদ্ভূত মহাকাশচারী ও তাঁর স্পেস পার্টনার।

দীর্ঘদিন ধরে মহাকাশে আটকে থাকার কারণে, স্বাস্থ্য সমস্যায় ভুগছেন নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস। 

ক্রমশ ওজন কমছে তাঁর। গাল সরু হয়ে গিয়েছে। 

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তরফে সেই উদ্বেগজনক ছবিও এসেছে প্রকাশ্যে।

ছবি দেখে অনুমান, কিছু সময়ের জন্য কম খাচ্ছেন তাঁরা। 

কারণ, তাঁদের শরীর মাধ্যাকর্ষণ অনুপস্থিতিতে মানিয়ে নিতে এবং উষ্ণতা বজায় রাখতে আরও শক্তি ব্যয় করছে।

মহাকাশের হিমশীতল পরিবেশে, পেশী এবং হাড়ের ক্ষয় রোধ করতে মহাকাশচারীদের প্রতিদিন প্রায় ২.৫ ঘণ্টা করে ব্যায়ামও করতে হয়।

এদিকে, নাসার মুখপাত্র জিমি রাসেল আশ্বস্ত করেছেন, 'আইএসএস-এর সমস্ত মহাকাশচারীই নিয়মিত ট্রিটমেন্ট পেয়ে থাকেন। ফ্লাইট সার্জনরা তাঁদের দিকে নজর রাখে। তাঁদের শরীর ভাল আছে।'

যদিও NASA এখনও মনে করছে যে সুনিতা এবং তাঁর স্পেস পার্টনার ব্যারি উইলমোর ২০২৫ সালের ফেব্রুয়ারির আগে পৃথিবীতে ফিরে আসতে পারবেন না।