Hindustan Times
Bangla

মহালয়ার দিন সূর্যগ্রহণ! শাস্ত্রীয় মত কী বলছে?

১৪ অক্টোবর চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। সেই দিনে পড়েছে মহালয়া। এমন দিনে দুটি পৃথক ঘটনা জ্যোতিষমতে বেশ তাৎপর্যপূর্ণ। 

১৪ অক্টোবর রাত ৮ টা ৩৪ মিনিটে ঘটতে চলেছে সূর্যগ্রহণ। সেই দিন মাঝরাত ২ টো ২৫ মিনিট নাগাদ শেষ হবে গ্রহণ।

প্রশ্ন উঠেছে, যেহেতু মহালয়ার দিন পিতৃতর্পণ করা হয়, সেহেতু এই দিনে সূর্যগ্রহণ পড়ে যাওয়ায় তা সম্ভব কি? 

সর্বপিতৃ অমাবস্যা বা পিতৃপক্ষের অমাবস্যায়  এই গ্রহণ হবে, আর তাতে কোনও শ্রাদ্ধ কার্যে সমস্যা হবে না।

শাস্ত্র বলছে, গ্রহণের সময় পিতৃপুরুষদের প্রতি তর্পণ, শ্রাদ্ধ ও তাঁদের কিছু অর্পণ করা খুবই শুভ। 

এছাড়াও বলা হচ্ছে, গ্রহণ বা সুতককালে শ্রাদ্ধ সম্পন্ন করলে তার কোনও কুপ্রভাব পড়বে না।

সাধারণত সূর্যগ্রহণের ঠিক ১২ ঘণ্টা আগে শুরু হয় সুতককাল। গ্রহণ শেষ হওয়ার পর শেষ হয় সুতককাল। 

১৪ অক্টোবর সাকল ৮ টা ৩৪ মিনিটে শুরু হবে সুতককাল। গ্রহণের সঙ্গেই তা শেষ হবে। 

তবে ১৪ অক্টোবরের গ্রহণ যেহেতু ভারতে দেখা যাবে না, সেহেতু তার সুতককালও মান্যতা পাবে না।