বাংলা জুড়ে অ্যাডিনোভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রকোপ এতটাই যে শিশুরোগীদের বেডের আকাল দেখা দিয়েছে কলকাতার হাসপাতালগুলিতে। জেলার হাসপাতালগুলির অবস্থাও বেশ শোচনীয়।
কীভাবে ছাড়চ্ছে এই ভাইরাস? কোন কোন উপসর্গ দেখে সতর্ক হবেন? রইল সংক্ষেপে
শিশুরোগীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। তবে যে কোনও বয়সের মানুষই এই ভাইরাসে সংক্রমিত হতে পারেন।
উপসর্গ: গলা ব্যথা, জ্বর থেকে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা। কিছু ক্ষেত্রে ডায়রিয়া ও পেট জ্বালা।
কীভাবে ছড়ায়: হাঁচি, কাশি থেকে। অনেকটা করোনার মতোই ধরে নিন। কিছু ক্ষেত্রে শিশুর ডায়াপার থেকেও ভাইরাস ছড়াতে পারে।