Hindustan Times
Bangla

সর্বনাশ! গরম চা খেলে কি ক্যানসার হতে পারে?

এক ফোঁটাও চা নষ্ট করা চা প্রেমীদের জন্য, অত্যন্ত বেদনাদায়ক।

এ নিয়ে এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা শুরু হয়েছে।

বলা হচ্ছে, চা পুনরায় গরম করে খেলে ক্যানসারের আশঙ্কা আসে।

এখন চা প্রেমীদের সবচেয়ে বড় প্রশ্ন, এই খবরটি কি আদৌ সত্য?

চা পুনরায় গরম করে খেলে, এর স্বাদ ও পুষ্টিগুণ কমে যায়।

বেশিক্ষণ রাখা চা পান করলে অবশ্যই ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটির মতো পেট সংক্রান্ত সমস্যাও হতে পারে।

কিন্তু, বিশেষজ্ঞদের মতে, ক্যানসার মূলত কোষের বিভাজনের কারণে হয়। চা পুনরায় গরম করে খেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা কম। 

চা পুনরায় গরম করে খেলে ক্যানসার হওয়ার বিষয়টি একটি সাধারণ মিথ বলেই দাবি বিশেষজ্ঞদের।

সাধারণ তথ্যের ভিত্তিতে খবর। প্রয়োজনীয় পরামর্শের জন্য ডাক্তার বা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।