Hindustan Times
Bangla

এই ৫টি দেশে একটিও বিমানবন্দর নেই।

বিশ্বের অনেক দেশ আছে যাদের নিজস্ব বিমানবন্দর নেই। আসুন জেনে নিই এমন দেশগুলো সম্পর্কে।

বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিক্যান সিটিতে বিমানবন্দর নির্মাণের জায়গা নেই। এখানে পর্যটকদের জন্য নিকটতম বিমানবন্দর রোমে।

সান মারিনো দেশটিও এতই ছোট যে আজ পর্যন্ত এখানে কোনও বিমানবন্দর তৈরি হয়নি। এখানে যাওয়া মানুষদের ইতালির বিমানবন্দর থেকে সাহায্য নিতে হয়।

৭৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত লিচেনস্টাইন দেশে কোনও বিমানবন্দর নেই। স্থানীয়রা সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর ব্যবহার করেন।

এন্ডোরা বিশ্বের ১৬ নম্বর ক্ষুদ্রতম দেশ। পাহাড়ে ঘেরা এ দেশে বিমানবন্দর তৈরি করা যায়নি। যদিও এদেশে নিশ্চিতভাবে ৩টি বেসরকারি হেলিপ্যাড রয়েছে।

মোনাকো, ফ্রান্স এবং ইতালির মধ্যে অবস্থিত বিশ্বের এই দ্বিতীয় ক্ষুদ্রতম দেশটিতেও কোনও বিমানবন্দর নেই। এখানে যাওয়ার সবচেয়ে কাছের বিমানবন্দরটি ফ্রান্সে।