রুক্ষ ত্বককে আর্দ্র করে রাখতে বাড়িতেই তৈরি করে ফেলুন এই ৬ ফেসপ্যাক
অ্যাভোকাডো এবং মধুর ফেসপ্যাক: অর্ধেক অ্যাভোকাডো এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বককে করে তুলবে মসৃণ।
কলা ও দইয়ের ফেসপ্যাক: অর্ধেক কলা এবং দুই টেবিল চামচ দই মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি আপনার ত্বক থেকে মৃত কোষ দূর করে।
ওটমিল ও দুধের ফেসপ্যাক: দুই টেবিল চামচ ওটমিল এবং দুধ দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে লাগিয়ে রাখুন মুখে। এটি আপনার ত্বক নরম করে।
অ্যালোভেরা এবং শসার ফেসপ্যাক: শসা এবং অ্যালোভেরা পেস্ট করে সেটি যদি মুখে লাগাতে পারেন তাহলে আপনার ত্বকে ফিরে আসবে স্বাভাবিক আর্দ্রতা।
মধু ও অলিভ অয়েলের ফেসপ্যাক: মধু এবং অলিভ অয়েল দিয়ে তৈরি করা ফেসপ্যাক আপনার মুখে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসবে।
গ্রিন টি এবং মধুর ফেসপ্যাক: এক টেবিল চামচ গ্রিন টি এবং মধু দিয়ে তৈরি করা ফেসপ্যাক ব্যবহার করুন। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এবং মধু আপনার ত্বক হাইড্রেটেড করে রাখে।