Hindustan Times
Bangla

এই পাঁচটি ইন্ডোর প্লান্টের বৃদ্ধিতে তেমন প্রয়োজন নেই রোদ্দুরের

এটি চাইনিজ ব্যাম্বু, এই গাছকে ‘লাকি ব্যাম্বু’ও বলা হয় 

এই ধরনের গাছ বাড়িতে রাখা শুভ বলেও মনে করেন অনেকে

ফার্ণ গাছও আসতে পারে আপনার ইন্ডোর প্লান্টের তালিকায়, রোদ ছাড়াই বেড়ে ওঠে এই গাছ 

অ্যালোভেরা আমাদের সকলেরই কমবেশি পরিচিত

অ্যালোভেরা অল্প জলে, শুকনো আবহাওয়াতেও ভাল থাকে

স্নেক প্লান্ট গাছটির জন্য প্রয়োজন নেই রোদ্দুর, ঘরেই দিব্যি বেড়ে ওঠে এই গাছ

এই গাছটির নাম জেড প্লান্ট, খুব কম জলে বেঁচে থাকে এই গাছগুলি