By Priyanka Bose
Published 6 Jun, 2023
Hindustan Times
Bangla
এই ভয়ানক অভ্যাস নেই তো? হতে পারে ত্বকের বিরাট সমস্যা
ত্বককে সুস্থ রাখতে সঠিক যত্ন নেওয়া খুব জরুরি। কিছু ভুলের কারণে ত্বক নিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
কোন ভুলগুলোর কারণে ত্বকে সমস্যা হতে পারে জানেন? এড়াতে পারেন এই ভুলগুলি-
মুখে সানস্ক্রিন না মেখে রোদে বেরোলেই বিপদ। ট্যান পড়তে পারে, হতে পারে অকাল বার্ধক্য।
রাতে ঘুমানোর আগে মুখের সমস্ত মেকআপ তুলতে হবে। নইলে মুখে মেকআপ নিয়ে ঘুমোলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে।
ত্বক পরিষ্কার রাখতে ফেস ওয়াশ করা প্রয়োজন। তবে দিনে দু'বারের বেশি ফেস ওয়াশ করলে ত্বক শুষ্ক হওয়ার সম্ভাবনা হতে পারে।
ময়শ্চারাইজার না লাগাতে ত্বক শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ত্বককে হাইড্রেট রাখতে ময়শ্চারাইজার লাগানো জরুরি।
অ্যালকোহল, সুগন্ধি এবং সালফেট যুক্ত ত্বক যত্নের পণ্য ব্য়বহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই ত্বকের ধরণ অনুযায়ী সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট বেছে নিন।
যদি মুখের ব্রণ তুলে ফেলার সমস্যা থাকে, তবে এই অভ্যাসে বদল আনুন। এতে মুখের দাগ এবং ত্বক সংক্রান্ত নানা সমস্যা হতে পারে।
মুখ ধোওয়ার জন্য অতিরিক্ত গরম জল ব্যবহার করলে তার ফলে মুখে জ্বালা এবং ত্বক শুষ্ক হয়ে ওঠে। হালকা গরম জল দিয়ে ধুতে হবে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন