Hindustan Times
Bangla

বছরের বাকি দিনগুলো বন্ধ থাকে দরজা। কেবল রাখি পূর্ণিমার দিন এই মন্দিরের দরজা খুলে যায়। 

ভারতে এমন অনেক মন্দির আছে যার সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত সব গল্প এবং নিয়ম। রহস্য আছে সেই মন্দির নিয়ে। আর এমনই একটি মন্দির রয়েছে উত্তরাখণ্ডে। 

উত্তরাখণ্ডের এই মন্দিরের দরজা বছরে একবারই খোলে আর সেটা এই রাখি পূর্ণিমার দিন। 

এই মন্দিরের নাম বংশীনারায়ণ মন্দির। এটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত। 

এই মন্দিরটি ভগবান বিষ্ণুর। কথিত আছে এখানকার মহিলারা রাখি পূর্ণিমার দিন নিজের ভাইয়ের আগে এসে ভগবান বিষ্ণুকে রাখি পরান। 

মনে করা হয় এই বিশেষ দিনে যে বোন ভাইয়ের নাম করে এই মন্দিরে রাখি পরান তাঁদের জীবন সুখ, সমৃদ্ধিতে ভরে ওঠে। 

এই মন্দিরের কাছে ভালু গুহা নামক একটা জায়গা আছে যেখানে ভক্তরা এদিন প্রসাদ রান্না করেন। 

এদিন স্থানীয়দের বাড়ি থেকে বহু পরিমাণ মাখন আসে এখানে। আর সেটা দিয়েই তৈরি করা হয় প্রসাদ। 

কথিত আছে ভগবান তাঁর বামন অবতার থেকে মুক্তি পাওয়ার পর সবার প্রথম এখানেই দেখা দিয়েছিলেন। 

বামন অবতারে দেখা দেওয়ার পর নারদ বিষ্ণুর পুজো করেন এখানে। তারপর থেকে বছরে এখানে একদিনই পুজো। বাকিদিন মন্দিরের দরজা বন্ধ থাকে।