Hindustan Times
Bangla

গরমে চুলে তেল দেন? জেনে নিন এই বিষয়গুলো

গরমকালে তাপমাত্রা বেশি থাকার করণে  চুলের জন্যও তা নানা সমস্যা নিয়ে আসে। চুল শুষ্কতা-সহ আরও নানা অসুবিধে দেখা যায়। কিছু লোকের চুল পড়াও বাড়তে পারে। 

Photo: Pexels

গরমে চুলের সমস্যা কমাতে তেল ব্যবহার করতে পারেন। গরমে নারকেল তেল, বাদাম তেল ও অলিভ অয়েল চুলের জন্য ভালো। এক নজরে দেখে নেওয়া যাক উপকারিতা। 

Photo: Pexels

গরমের সময় বাতাসে থাকা কারণে চুলের আদ্রতা নষ্ট হয়। ফলে তা শুষ্ক দেখায়। এ ছাড়া চুলের হাইড্রেশন ঠিক রাখতে, তেল লাগানো উচিত। তেল চুলের আর্দ্রতা রক্ষা করে। 

Photo: Pexels

তেল সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মির থেকে চুলের ক্ষতি হ্রাস করে। তেল লাগালে চুল বিবর্ণ হয় না, শুষ্ক হয় না এবং ঝরে পড়ে না। 

Photo: Pexels

গরমে মাথার ত্বকও শুষ্ক হয়ে যায়। এর ফলে খুশকি বেড়ে যায়। তেল লাগালে মাথার ত্বক ময়েশ্চারাইজড থাকে। 

Photo: Pexels

গরমে আরেকটি সমস্যা দেখা দেয় তা হল অতিরিক্ত হেয়ার ফলিকল। তবে চুলে তেল প্রয়োগ করা এই জটিলতার ঝুঁকি হ্রাস করতে পারে। এটি দূষণ থেকেও রক্ষা করে। 

Photo: Pexels

চুলে তেল লাগালে টেক্সচার ভালো হবে। চুল পড়াও কমে যাবে। 

Photo: Pexels

caco88