এছাড়াও বর্ষার দিনে জামা কাপড় না শুকোলে ওই দাগ দেখা যায়। এই ছত্রাক বা ফাঙ্গাসের দাগ যেমন অস্বস্তিকর, তেমনই এই ছত্রাক বা ছাতা পড়া পোশাক গায়ে রাখাও বেশ অস্বস্তিকর।
এমন দাগ সহজে ঘরোয়া পদ্ধতিতে মুছে ফেলতে হলে কী কী করণীয়, দেখে নিন।
যে জায়গায় এই জামাকাপড় রাখছেন, সেখানে নিম কাঠি, নিম গাছের ছাল বা নিম পাতা রেখে দিলে পাবেন উপকার। তাতে ছাতা বা ফাঙ্গাসের সম্ভাবনা কমবে।
জামায় পড়া ফাঙ্গাসের দাগ তুলতে হলে, লেবু কেটে সামান্য নুন দিয়ে দিন কাপড়ে। আর সেই লেবু সমেত নুন দাগের জায়গায় ঘষে নিন। পরে তা সূর্যের আলোয় রেখে, ধুয়ে ফেলুন।
সিল্ক জাতীয় কাপড়ে যদি ফাঙ্গাসের পড়ে যায়, তাহলে মুশকিল অনেকটাই। কারণ এটি নিত্য জলে ধোয়া যায় না। কোট ব্রাশ দিয়ে ঘষে দাগ ওঠাতে পারেন।
হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এই দাগ তোলা যেতে পারে। পরে শ্যাম্পু দিয়ে তা তুলে নিন। দাগ গাঢ় হলে ড্রাই ক্লিন করতে পারেন।