Hindustan Times
Bangla

'হাম কুর্সি নেহি চাহতে হ্যায়, শান্তি চাহতে হ্যায়', ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা আরও যা বললেন

২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে একগুচ্ছ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের তরফে ও INDIA জোট নিয়েও যেমন বক্তব্য রাখেন, তেমনই আবার তিনি বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন। কী কী বললেন মমতা দেখে নিন। 

' ইন্ডিয়া লড়বে, তৃণমূল সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে' বললেন মমতা।

'বাংলার টাকায় ১০০ দিনের কাজ' এমন বার্তা দিয়ে 'নয়া প্রোগ্রাম' আনার কথা বললেন দিদি। তার নাম হতে চলেছে 'খেলা হবে'। বাংলায় খেলা হবে প্রকল্প গড়ার বার্তা মমতার।

মমতা বলেন, 'আমাদের চাওয়ার কিথু নেই, আমরা একটাই চাই, INDIA কে জেতাতে হবে।'

'ভারত জিতেগা, মোদী হারেগা, বিজেপি হারেগা', এই স্লোগান নিয়েই কাজ করতে চাই, বললেন মমতা।

'পাশের বাড়ির কেউ খেতে না পেলে, আমার খাবার থেকে ভাগ করে দেব' এই বলেই 'রোটি কাপড়া মকান'এর বার্তা দিয়ে সৌভ্রাতৃত্বের বক্তব্য রাখেন মমতা।

'১১০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল',  মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপিকে খোঁচা মমতার।

'আমি দেখতে চাই পঞ্চায়েত সিপিএমের কায়দায় নয়, মা মাটি মানুষের সরকারের কায়দায় চলবে', বললেন মমতা।

'মানুষ বাঁচলে আমরা বাঁচব, মানুষ বাঁচলে আমরা থাকব', বললেন মমতা।

বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীরা মিলে মণিপুরে সফর করার বার্তা দেন মমতা। মণিপুরের ঘটনা নিয়ে নীরবতা পালনের বার্তা দিলেন মমতা ২১ জুলাইয়ের অনুষ্ঠানে।