Hindustan Times
Bangla

এভাবে এসি চালালে গরমকালেও আসবে নামমাত্র বিল! জানুন টোটকা

মার্চ মাস থেকেই অনেক বাড়িত শুরু হয়ে গেছে এসি চালানো।

এদিকে মাসের শেষে ইলেকট্রিক বিলে টাকার অঙ্ক দেখেও গৃহস্থের মাথায় হাত।

তবে কিছু টোটকা ফলো করলেই, এসির বিল খানিক কম আসা সম্ভব।

সঠিক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। তাপমত্রা রাখুন ২৪-২৭ ডিগ্রির আশেপাশে।

অনেকে শুধু রিমোট ব্যবহার করেই এসি বন্ধ করে দেন।  কিন্তু মেইন সুইচ বন্ধ করতে ভুলবেন না। অন্যথায় বিশাল বিদ্যুতের বিল আসতে পারে।

রাতে এসি ব্যবহার করলে টাইমার ব্যবহার করতে পারেন। এতে নির্ধারিত সময়ের পরে আপনার এসি  নিজেই বন্ধ হয়ে যাবে।

রাতে ঘুমোনোর সময় এসিটি স্লিপ মোডেও রাখতে পারেন। 

এসি চালানোর সময়ে ঠিক মতো জানালা এবং দরজা বন্ধ রাখুন । এতে যেমন ঘর ঠিকমতো ঠান্ডা হবে, তেমনই দীর্ঘ সময় ধরে এসি চালানোর প্রয়োজন হবে না।

সপ্তাহে একদিন এসির ফিল্টার পরিষ্কার করুন। সময় মতো সার্ভিসিং করানো দরকার। 

এসির তাপমাত্রা খুব বেশি না কমিয়ে, সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করুন।

caco88