কোরিয়ান হেয়ার টিপস: চাল ধোওয়া জলে মেশান এই পাতার রস, পান চকচকে চুল
কোরিয়ান মেয়েদের মতো ত্বক আর চুল চাইছেন অনেকেই। আর আপনিও যদি চান নরম, উজ্জ্বল, ঘন চুল, তাহলে ফলো করতে পারেন এই টিপসগুলি।
আর সবচেয়ে ভালো ব্যাপার হল, এর জন্য আপনাকে বেশি খরচ করতেও হবে না। চাল ধোওয়া জল দিয়েই হয়ে যাবে মুশকিল আসান।
চাল ধোওয়া জল চুলের জন্য খুব উপকারী বলে মনে করা হয়। এটি আপনার চুলকে লম্বা. চকচকে ও মজবুত রাখে।
চালের জলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটি খুব উপকারী।
অ্যালোভেরা জেলে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন এ, বি, সি চুলে পুষ্টি যোগায়। ও চুলকে সুন্দর করে।
২ টেবিল চামচ চাল ১/২ কাপ জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন। এবার সেই জলে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেটিয়ে নিন। স্ক্যাল্প থেকে চুলের আগা অবধি লাগাবেন।
চাল ধোওয়া জল আপনি স্প্রে বোতলে ভরে রাখতে পারেন। এবং শ্যাম্পু করার ১ ঘণ্টা আগে তা পুরো চুলে স্প্রে করে নিতে পারেন।