By Priyanka Bose
Published 15 Jan, 2024
Hindustan Times
Bangla
সাদা থিমের পিকনিক, ফাটিয়ে আনন্দ করলেন টলি জগতের রথী-মহারথীরা, এসব ছবি না দেখলে মিস করবেন
বছরের শুরুতেই পিকনিকের মেজাজে বাংলা বিনোদন জগতের তারকারা।
এসভিএফের কর্ণধার মহেন্দ্র সোনির সঙ্গে একাধিক পরিচালক, অভিনেতারা পিকনিক করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার একটি রাজবাড়িতে।
রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সোনিকে তাঁদের এই পিকনিকের একাধিক ঝলককে প্রকাশ্যে এনেছেন।
গঙ্গার পাড়ে নাচে গানে আড্ডায় জমে উঠেছে তাঁদের এই পিকনিক।
প্রসঙ্গত মেয়ে হওয়ার পর ইতিমধ্যেই কাজে ফিরে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
তাঁদের এদিনের থিম ছিল সাদা। সকলকেই কম বেশি সাদা পোশাকে দেখা যায়।
অভিনেতা, পরিচালক, প্রযোজকদের সমাহার পিকনিকে।
গান-বাজনায় মেতে সৌরভ-পরমব্রত।
পিকনিকের মেজাজে রিদ্ধিমা-গৌরব।
গান ধরেছেন সৃজিত।
কলির কেষ্ট রুদ্রনীল
জমজমাট টলিউড সেলেবদের পিকনিক
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন