Hindustan Times
Bangla

BPL 2024: ফাইনালের আগে বাংলাদেশ প্রিমিয়র লিগে সব থেকে বেশি রান তামিমের, সেরা পাঁচের ধারে-কাছে নেই শাকিব

১. ফর্চুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল করেছেন সব থেকে বেশি ৪৫৩ রান।

২. কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৌহিদ হৃদয় করেছেন ৪৪৭ রান।

৩. চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান করেছেন ৩৮৪ রান।

৪. কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাস করেছেন ৩৭৫ রান।

৫. ফর্চুন বরিশালের মুশফিকুর রহিম করেছেন ৩৬৭ রান।

রংপুর রাইডার্সের শাকিব আল হাসান করেছেন ২৫৫ রান। তিনি রয়েছেন তালিকার ১৩ নম্বরে।

বাবর আজম রংপুর রাইডার্সের হয়ে ৬টি ম্যাচ খেলে দেশে ফেরেন। তিনি ২৫১ রান করে তালিকার ১৪ নম্বরে রয়েছেন।