By Sritama Mitra
Published 2 Jul, 2023
Hindustan Times
Bangla
প্রতিবছর জুলাই মাসের ২ তারিখে পালিত হয় ইউএফও দিবস।
সেখানে 'আন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট' বা UFO নিয়ে সচেতন করা হয়।
ইতিহাস বলছে, জুন ২৪, ১৯৭৪ সালে মার্কিন পাইলট কেনেথ আরনল্ড দাবি করছেন তিনি UFO দেখেন।
কেনেথ বলেছিলেন তিনি মাউন্ট কেনারের কাছে দেখেছিলেন UFO।
এরপর ২ জুলাই ১৯৫২ সালে এক ব়্যাডার নিশ্চিত করে যে তারা UFO দেখেছে।
২ জুলাই ১৯৫২ সালে ওয়াশিংটনে দেখা গিয়েছিল। তারপর থেকে এই দিন UFO দিবস নামে পরিচিত।
বহির্বিশ্বের প্রাণের অস্তিত্ব ঘিরে বিতর্ক সম্পর্কে আলোচনা করে এই UFO দিবস।