সন্তানের নাম অনেকেই অভিভাবকের নামের সঙ্গে সংযোগ রেখে রাখতে চান। এক এক পরিবারে সন্তানের নাম রাখা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকে।
আর বাড়িতে কন্যা সন্তানের জন্ম মানেই অনেকেই মনে করেন, 'ঘরে লক্ষ্মী' এল! সেই আদরের কন্যাসন্তানের নাম খুঁজতে বাড়ির সকলেই ব্যস্ত হয়ে পড়েন।
আপনি যদি আপনার কন্য়াসন্তানের নামের শুরুতেই ইংরেজি 'D' অক্ষর রাখতে চান, তাহলে দেখে নিন নামের এই তালিকা।
দেবিনা- এই শব্দ দিয়ে প্রিয় বা পছন্দের কিছুকে বোঝানো হয়।
দেবীতা- এই শব্দের অর্থ দ্বারা ঈশ্বর সম্পর্কীয় কিছুকে বোঝানো হয়।
দানিকা- এই শব্দের অর্থ হল, ভোরের তারা। এই শব্দ দিয়ে আশার আলোকে বোঝানও হয়।
দর্শিনী- অনেক সময়ই এই শব্দ দিয়ে দেবী অর্থকে বোঝানো হয়। এছাড়াও যে আশীর্বাদ ধন্য, তাকে বোঝাতে এই শব্দ ব্যবহৃত হয়। দৃষ্টি সম্পর্কিত কিছু বোঝাতেও এটি ব্যবহার করা হয়।
দর্শনা- এক্ষেত্রেও দৃষ্টি সম্পর্কিত কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
দয়িতা- প্রিয় সম্মন্ধীয় কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
দিত্যা- প্রার্থনার উত্তর, এমন কিছু বোঝাতে এই নাম ব্যবহার করা হয়।
দিঠি- এই শব্দ দিয়ে দৃষ্টি বা দৃষ্টি সম্পর্কিত কিছু বোঝানো হয়।