Hindustan Times
Bangla

কোন কোন সময়ে যৌনসম্পর্কে লিপ্ত হতে নেই

কোনও কোনও দিন যৌনসম্পর্কে লিপ্ত হতে নেই। তাতে ক্ষতি হতে পারে দু’জনেরই। 

বিবাহের ক্ষেত্রে যৌনসম্পর্ক বা শারীরিক সম্পর্ক খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এক্ষেত্রে কয়েকটি কথা মনে রাখা দরকার।

যৌনসম্পর্কে যে কোনও দিনই লিপ্ত হওয়া যেতে পারে। কিন্তু কিছু সময় এই সম্পর্ক এড়িয়ে চলতে বলেন চিকিৎসকরা। 

কোন কোন সময়ে এই ধরনের সম্পর্কে লিপ্ত হবেন না। জেনে নিন তালিকা। 

কোন কোন সময়ে এই ধরনের সম্পর্কে লিপ্ত হবেন না। জেনে নিন তালিকা। 

এইডসের মতো রোগে: কেউ যদি এই রোগে আক্রান্ত হন, তাহলে যৌনসম্পর্কে না যাওয়াই ভালো। সেক্ষেত্রে অন্যজনেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

শরীর দুর্বল থাকলে: শরীরে ক্লান্তি বা দুর্বলতা থাকলেও যৌনসম্পর্কে লিপ্ত না হওয়াই ভালো। তাতে এই দুই সমস্যাই আরও বাড়তে পারে। 

কারও কারও পিরিয়ডের সময়ে: সকলের ক্ষেত্রে না হলেও কারও কারও ক্ষেত্রে পিরিয়ডের সময়ে সহবাস যৌনরোগের আশঙ্কা বাড়িয়ে দেয়। চিকিৎসকের থেকে ভালো করে জেনে নিয়ে তবেই এগোন।

সন্তান না চাইলে: যৌনসম্পর্কের সময়ে যদি কনডোম না থাকে, এবং যদি আপনারা সন্তান না চান, তাহলে এই সময়ে মিলন না হওয়াই ভালো।