By Laxmishree Banerjee
Published 23 Jul, 2024
Hindustan Times
Bangla
বাজেটে অল্প বয়সি এবং ছাত্রছাত্রীদের কী কী লাভ হল?
আগামী পাঁচ বছরে, ১০০০টি আইটিআইকে হাব-এন্ড-স্পোক মডেলে আপগ্রেড করা হবে, রাজ্য এবং শিল্পের সঙ্গে সহযোগিতায় এই কাজ করা হবে।
শীর্ষ ভারতীয় কোম্পানিগুলি, নিজেদের উদ্যোগে আগামী পাঁচ বছরে এক কোটি যুবককে ট্রেনিং দেবে।
যুবক যুবতীদের জন্য ১২ মাসের ইন্টার্নশিপের ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী। স্টাইপেন হিসাবে ৫,০০০ টাকার মাসিক ভাতা প্রদান করা হবে।
ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে অংশীদারিত্ব করে, কর্মজীবী মহিলাদের হোস্টেল এবং ক্রেচ স্থাপন করা হবে।
মডেল স্কিল লোন স্কিমের অধীনে, সরকার-সমর্থিত গ্যারান্টি সহ ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। এর অধীনে বার্ষিক ২৫,০০০ শিক্ষার্থীকে সহায়তা করা হবে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন