By Laxmishree Banerjee
Published 8 Oct, 2024
Hindustan Times
Bangla
এই মাছের ঠোঁট তোতাপাখির মতো, মানুষের চেয়ে এর দাঁতও শক্তপোক্ত।
সমুদ্রের জগৎ পৃথিবীর চেয়েও রহস্যময়। সমুদ্রের অভ্যন্তরে এমন অনেক প্রাণীর সন্ধান পাওয়া যায়, যারা অনন্য।
এই মাছের নাম প্যারট ফিশ। এই মাছটিরই তোতাপাখির মতো চঞ্চু বা ঠোঁট আছে।
প্যারটফিশের মোট ৪০ টি প্রজাতি রয়েছে। এর বেশিরভাগই প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়।
প্যারটফিশ বহুবর্ণের। এই মাছটিতে আপনি সবুজ, লাল, হলুদ, নীল এবং বেগুনি রঙের ছায়া দেখতে পাবেন।
প্যারটফিশের দাঁত দেখতে খুব একটা মজবুত নয়, কিন্তু বাস্তবে অনেক শক্তপোক্ত।
বিশেষজ্ঞদের মতে প্যারটফিশের দাঁত ফ্লুরোপ্যাটাইট দিয়ে তৈরি।
প্রাপ্তবয়স্ক প্যারটফিশের দৈর্ঘ্য ৪ ফুট পর্যন্ত হয়। প্রবাল এবং তার উপর জমে থাকা শেওলা বা শ্যাওলা এই মাছের প্রধান খাদ্য।
প্যারটফিশের দাঁতের আকৃতির কারণে এর মুখ দেখতে তোতাপাখির ঠোঁটের মতো।
এই মাছের দাঁত ও রং দুটোই খুব আকর্ষণীয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন