Hindustan Times
Bangla

কেউই এমনটা ভাবতেও পারেনি, আচমকাই এ আর রহমান ও সায়রা বানুর বিয়ে ভাঙার খবরে হতবাক অনুরাগীরা।

চলুন ফিরে দেখি এ আর রহমান ও সায়রা বানুর অতীতের ভালোবাসা ও বিয়ের স্মৃতি।

১৯৯৫ সালের ১২ মার্চ সায়রাকে বিয়ে করেছিলেন রহমান।

সেসময় রহমানের বয়স ছিল ২৯, অথচ নিজের জন্য পাত্রী দেখার সময় ছিল না সঙ্গীতশিল্পীর।

তাই বিয়ের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব নিজের বাবা-মাকে দিয়েছিলেন রহমান।

দক্ষিণী অভিনেতা রাশিন রহমানের শ্যালিকা হলেন সায়রা বানু।

উত্তর ভারতের গুজরাটি পরিবারে জন্ম সায়রা বানুর।

রহমানের মা এবং বোন প্রথমবার চেন্নাইতে সুফি সাধক মতি বাবার মাজারে সায়রাকে দেখেছিলেন।

সায়রাকে প্রথম দেখার অভিজ্ঞতায় রহমান বলেছিলেন, সুন্দরী এবং ভীষণ ভদ্র।

রহমান জানিয়েছিলেন তাঁর ২৮ তম জন্মদিনের দিন সায়রার সঙ্গে প্রথম দেখা হয়।

এরপর একদিন বিয়ে হয়ে যায় রহমান ও সায়রার, তারপর তাঁদের দীর্ঘ ২৯ বছরের পথ চলা।

রহমান ও সায়রার ২৯ বছরের বিবাহিত জীবনে তাঁদের তিন সন্তান রয়েছে। 

তবে দীর্ঘ ২৯ বছরের পথ চলায় ২০২৪-এ এসেই ইতি টানলেন রহমান ও সায়রা।

ঠিক কী কারণে বিচ্ছেদ তা অবশ্য গোপনই রেখেছেন রহমান-সায়রা, শুধু জানিয়েছেন মানসিক দূরত্বের কথা।