Hindustan Times
Bangla

রান্নায় তো আদা ব্যবহার করাই হয়, কিন্তু এটা মুখেও মাখা যায় যে জানেন কি? 

আদা মুখে মাখলে দারুণ উপকার পাওয়া যায়। 

রং উজ্জ্বল করার জন্য, ত্বকে গ্লো করার জন্য এই টোটকা ব্যবহার করুন। 

আদা রান্নার পাশাপাশি মুখে লাগালেও তফাৎ দেখত পারবেন। 

আদা অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে কাজ করে। এটা মাখলে মুখে বলিরেখা পড়ে না। 

ত্বকে অনেক সময় নানা দাগছোপ দেখা যায়, সেই পিগমেন্টেশনের সমস্যাও তাড়ায় আদা। 

ব্রণ হচ্ছে? তাহলেও আদর পেস্ট মাখুন উপকার পাবেন। 

ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় আদা। তাই পুজোর আগে স্কিনের গ্লো বাড়াতে চাইলে এটা মাখতেই পারেন।

আদা টুকরো করে সেই স্লাইসগুলি মুখে ঘষতে পারেন। এরপর রস শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন। 

এছাড়া এক চামচ আদার রস, এক চিচ গোলাপ জল, এক চামচ ওটস, আর অল্প একটু মধু মিশিয়ে প্যাক বানান।