চালের জল ফেলে না দিয়ে গাছে দিন, দ্বিগুণ বড় ফুল পান
ত্বকের যত্নে তো অনেক ব্যবহার করেছেন চাল ধোওয়া জল। এবার দিন গাছের মাটিতে।
অনেকেরই দামি দামি সার কেনার ক্ষমতা থাকে না। বাঙালি বাড়িতে দিনে একবার তো ভাত রান্না হয়েই থাকে। এবার আর চাল ধোওয়া জলটি ফেলে দেবেন না। বরং, রেখে দিন গাছের খাবার হিসেবে।
চাল ধোওয়া জলে পাওয়া যায় পটাসিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম-এর মতো একাধিক পুষ্টিগুণ। দেখবেন ইয়াব্বড় ফুল ফুটছে চালের জলের গুণে।
টমেটো, মরিচ, সুকুলেন্টস, ফার্ন-জাতীয় গাছ যেগুলি অম্লীয় মাটি পছন্দ করেন, সেগুলিতে চোখ বন্ধ করে দিতে পারেন চালের জল।
এছাড়াও চালের জলে পাওয়া যায় ভিটামিন বি। যা গাছের স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য সহায়ক।
চালের জলে থাকে স্টার্চ। এই স্টার্চ শুধু উদ্ভিদের বৃদ্ধি বাড়ায় না। সঙ্গে এটি গুরুত্বপূর্ণ ছত্রাক বাড়ায় মাটিতে।
যতটা চাল তাঁর দ্বিগুণ জল দিয়ে চাল ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। তারপর সেই জলটা ছেঁকে আলাদা করে রাখুন গাছে দেওয়ার জন্য। প্রতিটা গাছে ১ কাপ করে চাল ধোওয়া জল দিলেই চলবে।