By
Published 3 Feb, 2023
Hindustan Times
Bangla এই বিশেষ উপায়ে কফি মাখলে মুখ থাকবে চকচকে
ত্বক-চর্চায় কফির কোনও তুলনাই হয় না। তাই আপনিও ভরসা করুন চোখ বুজে।
ডার্ক সার্কেল হোক বা রোদে পোড়া ত্বক, ড্রাই স্কিন থেকে পিগমেনটেশন, সব কিছুতেই ব্যবহার করতে পারেন কফি।
চোখের নীচের ডার্ক সার্কেলের জন্য ১ চামচ কফির সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন।
চোখের নীচে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
কফিতে থাকা পলিফেনলস ত্বককে সাহায্য করে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির সঙ্গে লড়াই করতে।
১ টেবিল চামচ কফির সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। ১৫ মিনিট রাখুন মুখে। তারপর ধুয়ে নিন।
কফি আর অলিভ অয়েল দিয়ে তৈরি করতে পারেন ফেসমাস্ক। এই দুটিতেই আছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে হাফ টেবিলচামচ কফি পাউডার মিশিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ক্লিক করুন।