Hindustan Times
Bangla

কালীপুজোর আগের রাতেই মুখে থাকা ট্যান হবে সাফ! টমেটোর সঙ্গে মেশান এই ৫

টমেটোতে থাকে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট।  যা ত্বককে দাগহীন করতে সাহায্য করে।

সঙ্গে টমেটোতে থাকা ভিটামন ‘সি’ উজ্জ্বল রং পেতেও সাহায্য করে। 

টমেটো ছোট টুকরো করে কেটে নিন। এবার একটা বাটিতে নিন কাঁচা দুধ। তারপর সেই কাঁচা দুধে টমেটো ডুবিয়ে মুখে ঘষে নিন। এরপর শুকিয়ে যাওয়া অবধি তা রাখুন। তারপর ধুয়ে ফেলুন।

শুধু টমেটোর পেস্টও মুখে মাখলে ত্বকের জেল্লা বাড়ে। টমেটো প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে এবং সানবার্ন প্রতিরোধ করে। 

টমেটো ও মধুর ফেসপ্যাকও জাদুর মতো কাজ করে ট্যান তুলতে। 

ব্যবহার করতে পারেন টমেটো ও লেবুর রস। এতেও উধাও হবে ত্বকের যাবতীয় দাগছোপ। 

টমেটোর রসের সঙ্গে  কাঁচা হলুদ মিশিয়ে মাখলেও উপকার পাবেন। সঙ্গে যোগ করতে পারেন টকদই।