প্রয়াত ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান।
মাত্র ৫৬ বছরেই থেমে গেল ধ্রুপদী সঙ্গীতে দেশের অন্যতম সেরা শিল্পীর কণ্ঠস্বর।
৯ জানুয়ারি, দুপুর ৩টে ৪৫ মিনিটে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছেন উস্তাদ রাশিদ খান।
একাধিক পুরস্কার রয়েছে উস্তাদ রাশিদ খানের ঝুলিতে৷ ২০০৬ সালে তিনি পদ্মশ্রী পান। পাশাপাশি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে ভূষিত হন ।
২০১০ সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পেয়েছেন।
২০১২ সালে বঙ্গবিভূষণ পুরস্কার, একই বছর মহা সঙ্গীত সম্মানে পুরস্কৃত হন।
২০১৩ সালে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডস এবং ২০২২ সালে শিল্পকলার ক্ষেত্রে ভারত সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হন রাশিদ খান৷
শিল্পীর প্রয়ানের খবর পেয়েই মূহ্যমান দেশের সঙ্গীতমহল।