Hindustan Times
Bangla

১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে, তার আগে কোন তারিখে কোন দিন, জেনে নিন

ফেব্রুয়ারি মাস পড়তেই শুরু ভালোবাসার মরশুম। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন'স ডে-এর আগেও রয়েছে কয়েকটি বিশেষ দিন।

৭ ফেব্রুয়ারি রোজ ডে ভালোবাসার মানুষকে গোলাপ দেওয়ার দিন।  গোলাপের লাল রঙ ভালোবাসার চিহ্ন।

৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে ভালোবাসার মানুষটিকে প্রপোজ করার দিন। এই দিন  মনের অনুভূতি ও ভালোবাসার কথা তাঁকে জানানোর দিন।

চকোলেট ডে পালিত হয় ৯ ফেব্রুয়ারি। এই দিন প্রিয় মানুষকে চকোলেট দেওয়ার রীতা। সব মনকষাকষি মিটিয়ে নিতেই এমন দিন পালন।

টেডি ডে ১০ ফেব্রুয়ারি পালন করা হয়। এই দিন ভালোবাসার মানুষকে ভালো রাখতে তাকে মোলায়েম টেডি উপহার দেওয়ার রীতি। 

১১ ফেব্রুয়ারি প্রমিস ডে-এর দিন ভালোবাসার মানুষের সঙ্গে একসঙ্গে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করার রীতি। বাকিটা জীবন দুই হাত করে এক করে চলার দিন ১০ ফেব্রুয়ারি।

হাগ ডে ১২ ফেব্রুয়ারি। প্রিয় মানুষকে আলিঙ্গন করে ভালো রাখার রীতি রয়েছে এই দিন। এই দিন সব মনখারাপ মুছে ফেলার দিন।

কিস ডে ১৩ ফেব্রুয়ারি‌।‌ প্রিয় মানুষটিকে ভালোবেসে চুম্বনের দিন হল কিস ডে।

 ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। এই দিনটির জন্য দীর্ঘ অপেক্ষা থাকে যুগলের।