Hindustan Times
Bangla

ঝোপঝাড়ে জন্মানো আগাছা বাসক পাতা সর্দি-কাশির যম! শুধু খেতে হবে এই বিশেষ জিনিস মিশিয়ে।

কাশি, বুকে সর্দি বসার সমস্যায় ভুগছেন, তবে আপনাকে আরাম দিতে পারে বাসক পাতা। 

বাসক পাতাকে সর্দি কাশির যম বলে মনে করা হয়। বিশেষ করে এই আবহাওয়া বদলের সময়।

বাসক পাতায় থাকে  থাকে কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। যা হুপিং কাশি, ব্রঙ্কাইটিসের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে।

বাসক পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে উপশম মেলে সর্দি-কাশি থেকে। 

 ৪-৫ টি পাতা ভালো করে ধুয়ে নিন। এরপর সেগুলি বেটে নিয়ে রস বের করে নিতে হবে।

একটি বড় পাত্রের মধ্যে সেই রস ঢেলে নিন। তাতে মেশান ২-৩ টেবিল চামচ আদার রস। দিতে হবে এক চিমটে হলুদ গুঁড়ো। আর ১ চামচ মধু।

দিনে অন্ততপক্ষে দু'-তিনবার খেতে হবে এটি। গলা ব্যথা, কাশি এবং গলা খুসখুস, সবই কমবে। 

ভাইরাল ইনফেকশন, জ্বর এবং অ্যালার্জিক রাইনাইটিসেও কাজ করে বাসক পাতার রস।