By Sritama Mitra
Published 19 Jul, 2023
Hindustan Times
Bangla
আপনার বাড়ি কি দক্ষিণমুখী? সমৃদ্ধি আনতে বাস্তু টিপস দেখে নিন
দক্ষিণমুখী বাড়িকে বাস্তুশাস্ত্র মতে অশুভ বলে মনে করেন অনেকে। মূলত, যে বাড়ির মূল দরজা দক্ষিণ দিকে থাকে, সেই বাড়িকে দক্ষিণমুখী বলা হয়।
মনে করা হয়, দক্ষিণমুখী বাড়িতে সহজেই নেতিবাচক প্রভাব ঢুকে পড়ে। ফলে ইতিবাচক প্রভাব কার্যকরী হয় না।
বাড়ি যদি দক্ষিণমুখী হয়ে থাকে, তাহলে সেখানে বাস্তু মতে কয়েকটি উপায় অবলম্বন করলেই সমৃদ্ধির বর্ষণ হবে। দেখে নেওয়া যাক সেই সমস্ত উপায়।
ঘরের প্রবেশ দ্বার দক্ষিণ-পূর্ব কোণের দিকে তৈরি হলে ভালো। আর তার আকার, বাড়ির বাকি দরজাগুলির চেয়ে যাতে বড় হয়, সেদিকে রাখতে হবে নজর।
বাড়ি দক্ষিণমুখী হলে উত্তর পূর্ব দিকে বানান লিভিং রুম। বাড়িতে মাস্টার বেডরুম করুন দক্ষিণ পশ্চিম দিকের কোনও ঘরকে।
বাড়ির গেস্ট রুম বানান কোনও উত্তর পশ্চিম দিকের ঘরকে।
বাড়ি দক্ষিণ মুখী হলে রান্নাঘর বানান দক্ষিণপূর্ব দিকে। বার্নার এমন দিকে রাখুন যাতে রান্না করার সময় মুখ পূর্ব দিকে থাকে।
যাঁদের বাড়ির মূল দরজা দক্ষিণ দিকে, তাঁদের বাড়িতে সিঁড়ি যদি দক্ষিণ দিকে হয়, সেটি খুবই লাভদায়ক।
এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাাংলা।