Hindustan Times
Bangla

একটা সময় আইপিএলে বিরাট কোহলির স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠত

বিশেষজ্ঞদের একাংশ দাবি করত বিরাট নাকি স্পিনের বিরুদ্ধে অতটাও সাবলীল নয়

বিরাট অবশ্য সেই দাবিকে একদমই ভুল প্রমাণ করেছেন, একঝলকে সেই পরিসংখ্যান

ইএসপিএন ক্রিকইনফোর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২০২৩ মরশুমে স্পিনের বিরুদ্ধে কোহলির রান ৩৪৩

স্রেফ গত বছর অর্থাৎ ২০২৪ আইপিএলেই বিরাট স্পিনের বিরুদ্ধে করেছেন ২৯২ রান

২০২২-২৩এ স্পিনার বিরুদ্ধে কোহলির গড় ছিল ৩৮.১, আর গতবছর বিরাটের স্পিনের বিরুদ্ধে গড় ছিল ৫৮.৪

২০২২-২৩এ বিরাটে স্পিনের বিরুদ্ধে স্ট্রাইক রেট ছিল ১১১.৭, আর গতবছর বিরাটের স্ট্রাইক রেট ছিল ১৩৭.১

২০২২-২৩ সালে প্রতি ১০.৬ বলে বাউন্ডারি মারতেন কোহলি, সেখানে গতবার তিনি বাউন্ডারি মেরেছেন ৬.৭ বলে

caco88