By Abhisake Koley
Published 17 Feb, 2025
Hindustan Times
Bangla
সচিন নন, সেহওয়াগের মতে ODI-এর সর্বকালের সেরা কোহলি, ৩টি ডাবল সেঞ্চুরি করেও সেরা পাঁচে নেই রোহিত
ক্রিকবাজের আলোচনায় বীরেন্দ্র সেহওয়াগ সর্বকালের সেরা ৫ ওয়ান ডে ব্যাটারের তালিকা বেছে নেন।
বীরেন্দ্র সেহওয়াগ বিরাট কোহলিকে সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটারের স্বীকৃতি দেন।
বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৯৭টি ওয়ান ডে ম্যাচে ১৩৯৬৩ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ৫০টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৭৩টি।
বীরু সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রাখেন সচিন তেন্ডুলকরকে।
সচিন তেন্ডুলকর ৪৬৩টি ওয়ান ডে ম্যাচে সাকুল্যে ১৮৪২৬ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৪৯টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৯৬টি।
সেহওয়াগ সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রাখেন পাকিস্তানের ইনজামাম উল হককে।
ইনজামাম ৩৭৮টি ওয়ান ডে ম্যাচে সাকুল্যে ১১৭৩৯ রান সংগ্রহ করেছেন। শতরান করেছেন ১০টি ও অর্ধশতরান করেছেন ৮৩টি।
বীরু সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটারদের তালিকায় চার নম্বরে রাখেন দক্ষিণ আফ্রিকার এবি ডি'ভিলিয়র্সকে।
ডি'ভিলিয়র্স ২২৮টি ওয়ান ডে ম্যাচে সাকুল্যে ৯৫৭৭ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ২৫টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৫৩টি।
সেহওয়াগ সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ৫ নম্বরে রাখেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে।
ক্রিস গেইল ৩০১টি ওয়ান ডে ম্যাচে সাকুল্যে ১০৪৮০ রান সংগ্রহ করেন। তিনি ২৫টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ-সেঞ্চুরি করেছেন।
ওয়ান ডে ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি করা রোহিত সর্বকালের সেরা ব্যাটারদের সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিতে পারেননি।
রোহিত শর্মা এখনও পর্যন্ত ২৬৮টি ওয়ান ডে ম্যাচে সাকুল্যে ১০৯৮৮ রান সংগ্রহ করেছেন। তিনি সেঞ্চুরি করেছেন ৩২টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৫৭টি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88