Hindustan Times
Bangla

WagonR-এরই দাম সাড়ে ৮ লাখ! প্রতিবেশী দেশে গাড়ির দাম শুনলে অবাক হয়ে যাবেন।

ভারতে ব্যক্তিগত গাড়ি কেনা এখনও এক আর্থিক সাফল্যের পরিচয়। কিন্তু প্রতিবেশী দেশে যে গাড়ির কত দাম, তা জানলে ভারতীয়রা আঁতকে উঠবেন। 

বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে নিজস্ব উত্পাদন না থাকায় প্রায় ৩ গুণ পর্যন্ত দাম সাধারণ গাড়ির। 

উদাহরণস্বরূপ, অতি সাধারণ মারুতি সুজুকি WagonR-এরই দাম পাকিস্তানি মুদ্রায় প্রায় ২০.৮৪ লক্ষ টাকা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮.৪৭ লক্ষ টাকা। 

মারুতি সুজুকি সুইফটের দাম পাকিস্তানে ১১.২৮ লাখ টাকা। ভারতে সেই একই গাড়ির বেস মডেল ৫.৯২ লক্ষ টাকা।

আরেকটু দামি গাড়ি হলে তো কথাই নেই। নেপালে টাটা সাফারির দাম ভারতীয় মুদ্রায় ৬৩.৫৬ লক্ষ টাকা।