Hindustan Times
Bangla

আরও বেশি সম্পদের মালিক হতে চান? জন্মাষ্টমীতে এই আচার পালন করলেই হবেন বড়লোক

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। 

এই বছরের জন্মাষ্টমী পালিত হবে ৬-৭ সেপ্টেম্বর। 

ভগবান কৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয়। ভগবান কৃষ্ণের উপাসনার বিশেষ তাৎপর্য রয়েছে। 

জন্মাষ্টমীর পুজোর সময়, ভক্তরা ভগবান কৃষ্ণকে তাঁর প্রিয় জিনিসগুলি যেমন ময়ূরের পালক, গোরুর দুধ, ক্ষীর, মিষ্টি প্রদান করেন। বিশ্বাস করা হয় যে এতে সব সমস্যা দূর হয়। 

জন্মাষ্টমীতে হলুদ চন্দন বা জাফরানের সঙ্গে গোলাপজল মিশিয়ে তিলক কপালে লাগালে সুখ ও সমৃদ্ধি আসে। 

জন্মাষ্টমীতে একটি বাঁশের বাঁশি কিনে আনতে পারেন বাড়িতে। বিশ্বাস করা হয় এতে উন্নতির পথ খুলে যাবে। 

জন্মাষ্টমীতে একটি নতুন শঙ্খ কিনে ঘরে আনলে আপনি শ্রীকৃষ্ণের পাশাপাশি তুষ্ট করতে পারবেন মা লক্ষ্মীকেও।

গলায় বৈজয়ন্তী মালা পরে থাকতে পছন্দ করতেন আদরের কানাই। জন্মাষ্টমীর দিন একটি  বৈজয়ন্তী মালা কিনে রাখতে পারেন ঠাকুরের সিংহাসনে।