দুর্বল এবং ভঙ্গুর চুল? সেকারণে চুল পড়ে যাচ্ছে? রইল চুল মজবুত করার বেশ কিছু টিপস-
চুলে আয়রন করা এড়িয়ে চলুন। খুব দরকার হলে ভেজা অবস্থায় আয়রন করা হলে চুলের ক্ষতি কম হয়। ভেজা চুলে অর্গানিক কোন তেল দিয়ে উপর দিয়ে আয়রন বুলিয়ে নিন।
সাধারণ হেয়ার ড্রায়ার চুল শুকানোর পাশাপাশি শুষ্ক করে ফেলে। ব্লো ড্রায়ার, কার্লার এবং স্ট্রেটনারের মতো পণ্য এড়িয়ে চলাই ভালো।
রুক্ষ ও ভঙ্গুর চুল খুব সাধারণ একটি সমস্যা। আর আবহাওয়ার কারণে শীতে চুল আরও শুষ্ক হয়ে যায়। তাই এই মৌসুমে চুল কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে ঘন কন্ডিশনার ব্যবহার করতে হবে।
চুল নরম রাখতে সপ্তাহে যে কোন একদিন চুল ডিপ কন্ডিশন করতে হবে। এক্ষেত্রে প্রথমে চুল পরিষ্কার করে চুলে ডিপ কন্ডিশনিং মাস্ক লাগাতে হবে।
চুল ওভার ওয়াশ করবেন না। খুব বেশি জল দিয়ে চুল ধোওয়ার ফলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে।
চুলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত খাবার খান। ডিম, শাক-সবজি, ফল খাওয়া জরুরি।
দীর্ঘ সময় রোদের মধ্যে থাকলে চুল ভঙ্গুর এবং শুষ্ক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্কার্ফ জড়িয়ে বা টুপি পরে থাকাই ভালো।