Hindustan Times
Bangla

পঞ্চায়েত ভোটে একাধিক হিংসা ও আতঙ্কের ছবি দেখল বাংলা 

পঞ্চায়েত ভোট থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যালট পুড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও ব্যালট বাক্স ফেলে দেওয়া হয়েছে ড্রেনে। কোথাও ফেলে দেওয়া হয়েছে পুকুরে। 

তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, আইএসএফ - সকলের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে।

গড়বেতায় ভেঙে দেওয়া হয় ব্যালট বাক্স। পুলিশকে সামনে পেয়ে ভোটকর্মী বলেন, ‘স্যার, পায়ে পড়ছি, ভোট করতে পারব না।’ হাউহাউ করে কাঁদতে থাকেন।

বীরভূমের ময়ূরেশ্বরের বুথে চোখে জল ভোটকর্মীর। বুথে ঢুকে ব্যালট বক্স নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। একজন বলেন, ‘চাকরি গেলে যাক, আর এখানে ভোটে থাকব না।’

ভোটলুঠের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে কাঁকসা। অভিযোগ, তৃণমূলের লোকজন ভোটলুঠ করতে এসেছিলেন। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।