ফিশ পেডিকিওর করতে ভালোবাসেন! জানেন এর ক্ষতিকর দিক?
অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকে ছোট ছোট মাছ। তাতে পা ডুবিয়ে বসতে হয়। একে ফিশ পেডিকিওর বলে। শহরের বেশ কিছু জনপ্রিয় স্পা পার্লারে থাকে ফিশ পেডিকিওরের সুবিধা।
এই ফিশ পেডিকিওরকে ইচোথেরাপিও বলা হয়। এই ‘ইচোথেরাপি’-এর অর্থ হল মাছের সাহায্যে ত্বকের ক্ষত সারিয়ে তোলা। সেরোসিসের মতো রোগও এই ইচোথেরাপির মতো সারিয়ে তোলে।
ইরান, ইরাক, সিরিয়া ও তুর্কির মতো দেশগুলিতে ব্যাপকভাবে জনপ্রিয় এই ইচোথেরাপি। পায়ের ত্বকের যত্ন নেওয়ার জন্য আমাদের দেশে মূলত ফিশ পেডিকিওরকে ব্যবহার করা হয়।
অ্যাকোয়ারিয়ামে থাকা ছোট ছোট মাছগুলির নাম গারা রুফা। শুধু জলের মধ্যে পা ডুবিয়ে বসতে হবে। ডুবিয়ে বসা মাত্রই আপনার পা ঘিরে ধরে ওই ছোট্ট ছোট্ট মাছগুলি। এই মাছগুলি আপনার পায়ের মরা চামড়া খেয়ে ফেলে।
এতে পা অনেক বেশি নরম হয়ে যায়। পাশাপাশি পায়ের রক্ত সঞ্চালন উন্নত হয়। এতে নাকি মানসিক চাপও কমে। অনেক জায়গায় ফিশ পেডিকিওরকে থেরাপি হিসেবে ব্যবহার করা হয়।
ফিশ পেডিকিওরের যেমন উপকারিতা রয়েছে, তেমনই বেশ কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। অনেক সময় এই ফিশ পেডিকিওর থেকে পায়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে।
মাছের মধ্যে Streptococcus agalactiae নামের একটি ব্যাকটেরিয়া থাকে, যা পায়ের উপর প্রভাব ফেলতে পারে। জলে ব্যাকটেরিয়া থাকলে পায়ে সংক্রমণ এবং নিউমোনিয়া হতে পারে।
ফিশ পেডিকিওর সঠিক ভাবে না হলে পায়ের ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। পায়ে কোনও আঘাত বা ক্ষত থাকলে করা উচিত নয়। এই ক্ষত বাড়তে পারে।