By Simli Lahiri Dasgupta
Published 19 Nov, 2024
Hindustan Times
Bangla
সানস্ক্রিন কিনতে হলে যে যে জিনিসগুলি দেখে নেবেন
সূর্যের এক্সপোজার অকাল বার্ধক্যের অন্যতম প্রধান কারণ। তাই রোদে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ
এটি UVA এবং UVB উভয় রশ্মি থেকে রক্ষা করে
কমপক্ষে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন বাছুন
সেনসিটিভ ত্বকের জন্য বেছে নিতে হবে জিঙ্ক অক্সাইড বা টাইটেনিয়াম ডাই অক্সাইড সহ সানস্ক্রিন
ব্রণ যুক্ত ত্বকের জন্য বেছে নিন নন কমেডোজেনিক সানস্ক্রিন
শুষ্ক ত্বকের জন্য হায়ালুরনিক অ্যাসিড বা সিরামাইডের মতো উপাদান আছে এমন সানস্ক্রিন বাছুন
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন