Hindustan Times
Bangla

কাছে থাকা ২০০০ টাকার নোটগুলি এবার কী হবে? জেনে নিন সব উত্তর

২০০০ টাকার নোট আর ছাপাবে না শীর্ষ ব্যাঙ্ক। কাছে থাকা নোটগুলি এবার কী হবে?

কেন তুলে নেওয়া হচ্ছে এই নোট?

২০১৭ সালে বাজারে ছাড়া এই নোটটি খুব বেশি ব্যবহার হয় না। তাই তুলে নেওয়া হচ্ছে। 

কোন পলিসি রয়েছে এর পিছনে?

শীর্ষ ব্যাঙ্ক বলছে, ‘ক্লিন নোট পলিসি’র কারণে এটি করা হচ্ছে। 

‘ক্লিন নোট পলিসি’ কী?

সাধারণ মানুষের হাতে উন্নত মানের নোট তুলে দেওয়ার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই ‘ক্লিন নোট পলিসি’। 

এই নোটের কি ‘লিগাল টেন্ডার স্ট্যাটাস’ চলে যাবে?

না, এই নোটের ‘লিগাল টেন্ডার স্ট্যাটাস’ থেকেই যাচ্ছে। 

সাধারণ মানুষ কি বাজারে এই নোট ব্যবহার করতে পারবেন?

এর পরেও সাধারণ মানুষ এই নোট আপাতত ব্যবহার করতে পারবেন। 

কত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে?

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করা যাবে। তবে তাঁদের অনুরোধ করা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবহার কমানো এবং ব্যাঙ্কে জমা দেওয়া। 

কাছে থাকা ২০০০ টাকার নোটের কী হবে?

এই বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেগুলো ব্যাঙ্কে জমা দিতে হবে। 

২০০০-এর নোট জমা দেওয়ার সময়ে এক সঙ্গে কত টাকা দেওয়া যাবে? কোনও ঊর্ধ্বসীমা আছে কি?

এটি ব্যাঙ্কের KYC নিয়মের উপর নির্ভর করছে। 

এক সঙ্গে কত টাকা পর্যন্ত নোট বিনিময় করা যাবে?

এক বারে ২০ হাজার টাকা পর্যন্ত। 

কবে থেকে এই টাকা বিনিয়ম শুরু করা যাবে?

মে মাসের ৩০ তারিখ থেকেই শুরু করা যাবে এই কাজ। 

এই বিনিময়ের জন্য কি কোনও ফিজ দিতে হবে?

না, এর জন্য কোনও অতিরিক্ত টাকা লাগবে না।