WhatsApp-এ আর ফোন নম্বর দেখা যাবে না! আসছে বিরাট পরিবর্তন
WhatsApp-এ মেসেজ করার প্রথম শর্তই হল দু'জনের কাছে পরস্পরের নম্বর থাকতে হবে। তাছাড়া গ্রুপে যোগ হলেও সবাই সবার নম্বর দেখতে পান।
কিন্তু অনেকক্ষেত্রে এতে 'প্রাইভেসি' বিঘ্নিত হয় বলে দাবি করেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এবার সেদিকেই নজর দিল Meta।
খুব শীঘ্রই অন্যরা গ্রুপ চ্যাটের তালিকায় আর আপনার নম্বর দেখতে পারবেন না। শুধুমাত্র আপনার ইউজার নেমই দেখতে পাবেন তাঁরা।
গ্রুপের চ্যাটে অংশগ্রহণকারীদের তালিকাতেও এই পরিবর্তন আনা হবে। সেখানেও আগামিদিনে আপনার ফোন নম্বরের পরিবর্তে নাম দেখানো হবে।
এর ফলে কেউ হঠাত্ করে আপনার ফোন নম্বর পেয়ে যাবেন না। অনেক ক্ষেত্রে কাজ, হবি বা অন্যসূত্রে অনেকে বড় হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন। সেখানে আপনি না চাইলে অজানা কেউ আপনার নম্বর পাবেন না।
পর্যাপ্ত ঘুম দিন। রোজ অন্তত ৮-৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। এতে শরীর অনেক চাঙ্গা হবে।